নোটিশ:

২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের একাদশ বিজ্ঞান ও মানবিক শাখার শিক্ষার্থীদের সাময়িক পরীক্ষায় অংশগ্রহণের যোগ্য তালিকা|জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ এর চট্টগ্রাম কলেজ চট্টগ্রাম এর ভেন্যু|২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের দ্বাদশ শ্রেণির নির্বাচনী পরীক্ষার সময়সূচি সংক্রান্ত বিজ্ঞপ্তি (সময় পরিবর্তন সংশোধিত)|জাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়া প্রতিযোগিতার চট্টগ্রাম কলেজ দল গঠন বাছাই প্রতিযোগিতা সংক্রান্ত বিজ্ঞপ্তি|২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের ২য় বর্ষে উত্তীর্ণ শিক্ষার্থীদের সেশন ফি জমাদান সংক্রান্ত বিজ্ঞপ্তি|ইতিহাস বিভাগের অনার্স ৪র্থ বর্ষ ইনকোর্স পরীক্ষা ২০২৪ এর সময়সূচি|চট্টগ্রাম কলেজে শিক্ষার্থীদের দীর্ঘ প্রতীক্ষিত পুকুর খনন কার্যক্রমের শুভ উদ্বোধন ঐতিহ্যবাহী চট্টগ্রাম কলেজের শিক্ষার্থীদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা ও প্রয়োজন পূরণের লক্ষ্যে কলেজ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে পুকুর খনন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার সকালে কলেজের শের-ই বাংলা হল চত্বরে সবার উপস্থিতিতে এই উন্নয়নমূলক কাজের সূচনা করা হয়। পুকুর খনন কার্যক্রমের উদ্বোধন করেন চট্টগ্রাম কলেজের মান্যবর অধ্যক্ষ প্রফেসর মোজাহেদুল ইসলাম চৌধুরী। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্যবর উপাধ্যক্ষ ড. সুব্রত বিকাশ বড়ুয়া। উদ্বোধনী বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর মোজাহেদুল ইসলাম চৌধুরী স্যার বলেন, “চট্টগ্রাম কলেজে দীর্ঘদিন ধরে একটি মানসম্মত পুকুরের প্রয়োজন অনুভূত হচ্ছিল। এই পুকুরটি খনন করা হলে শিক্ষার্থীদের দীর্ঘদিনের আশা-আকাঙ্ক্ষার বাস্তব প্রতিফলন ঘটবে। প্রাকৃতিক জীববৈচিত্র্য রক্ষার্থে এটি কেবল কলেজের সৌন্দর্যই বৃদ্ধি করবে না, বরং শিক্ষার্থীদের শারীরিক ব্যায়ামের অংশ হিসেবে সাঁতার শেখাতে ও বিভিন্ন সময় প্যারেড মাঠে অনুষ্ঠিত নামাজে জানাজায় উপস্থিত মুসল্লিদের অযু করার প্রয়োজন মেটাতেও উক্ত পুকুরটি অগ্রণী ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ।” অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. আরিফুর রহমান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর নাসির উদ্দিন আহমেদ, শিক্ষক পরিষদের সম্পাদক মুহাম্মদ জাহাঙ্গীর আলম, সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মুজিবুল হক, সোহরাওয়ার্দী হলের তত্ত্বাবধায়ক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এবং কলেজের প্রধান সহকারী গোলাম কিবরিয়া। পুকুর খনন কাজের সফলতা ও কলেজের সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চট্টগ্রাম কলেজ জামে মসজিদের সম্মানিত খতিব মাওলানা সেলিম জাহাঙ্গীর। উক্ত উদ্ভোধনীতে কলেজের হোস্টেলে অবস্থানরত বিভিন্ন শিক্ষার্থীবৃন্দ এবং কলেজের কর্মচারীরা উপস্থিত ছিলেন। শিক্ষার্থীরা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, কলেজ ক্যাম্পাসে একটি পুকুর তাদের দীর্ঘদিনের দাবি ছিল, যা আজ বাস্তবায়নের পথে।|শহীদ সোহরাওয়ার্দী ছাত্রাবাস এর সিট বরাদ্দ সংক্রান্ত বিজ্ঞপ্তি|২০২২-২০২৩ শিক্ষাবর্ষের ডিগ্রী পাস ২য় বর্ষ নিয়মিত ও প্রাইভেট শিক্ষার্থীদের ইনকোর্স পরীক্ষা গ্রহণ সংক্রান্ত বিজ্ঞপ্তি|আগামীকাল ০৯/০১/২০২৬ তারিখ শুক্রবার বিকাল ৩:০০ টায় অনুষ্ঠেয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার আসন ব্যবস্থা

অধ্যক্ষ

প্রফেসর মোহাম্মদ মোজাহেদুল ইসলাম চৌধুরী

বিস্তারিত

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

উপাধ্যক্ষ

প্রফেসর মোঃ শওকত ইকবাল ফারুকী

বিস্তারিত

কলেজ পরিচিতি

১৮৩৬ সালে চট্টগ্রাম জেলা স্কুল হিসেবে এই প্রতিষ্ঠানের জন্ম। প্রতিষ্ঠালগ্নের তেত্রিশ বছর পরে ১৮৬৯ সালে একে উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে উন্নীত করা হয়। তখন থেকেই এটি চট্টগ্রাম সরকারি কলেজ বা চট্টগ্রাম কলেজ নামে পরিচিত হয়। বর্তমান চট্টগ্রাম এর চকবাজারের কলেজ রোডের পাশের প্যারেড গ্রাউন্ডের এক কোনের একটি পর্তুগিজ আমলের স্থাপনায় এই কলেজের কার্যক্রম শুরু হয়। কলেজে উন্নীত হবার পরে জনাব জে সি বোস এর প্রথম অধ্যক্ষ নিযুক্ত হন। ১৯০৯ সাল থেকে এই কলেজে কলা বিভাগের পাশাপাশি উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান বিভাগ চালু করা হয়। ১৯১০ সালে এই কলেজটি তৎকালীন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণীর ডিগ্রী কলেজের স্বীকৃতি লাভ করে। সেই অনুযায়ী এই কলেজ থেকে গণিত, রসায়ন বিজ্ঞান ও পদার্থ বিজ্ঞানে স্নাতক ও স্নাতক (সম্মান) পর্যায়ের বিষয় সমূহ সম্পর্কে পাঠদান আরম্ভ হয়। ১৯১৯ সাল থেকে স্নাতক শ্রেণীর বিষয় সমূহে ইংরেজি এবং সম্পূরক শ্রেণীতে দর্শন এবং অর্থনীতি যোগ করা হয়। বিস্তারিত

নোটিশ

আরো নোটিশ দেখুন

 

সংবাদ

চট্টগ্রাম কলেজে শিক্ষার্থীদের দীর্ঘ প্রতীক্ষিত পুকুর খনন কার্যক্রমের শুভ উদ্বোধন ঐতিহ্যবাহী চট্টগ্রাম কলেজের শিক্ষার্থীদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা ও প্রয়োজন পূরণের লক্ষ্যে কলেজ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে পুকুর খনন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার সকালে কলেজের শের-ই বাংলা হল চত্বরে সবার উপস্থিতিতে এই উন্নয়নমূলক কাজের সূচনা করা হয়। পুকুর খনন কার্যক্রমের উদ্বোধন করেন চট্টগ্রাম কলেজের মান্যবর অধ্যক্ষ প্রফেসর মোজাহেদুল ইসলাম চৌধুরী। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্যবর উপাধ্যক্ষ ড. সুব্রত বিকাশ বড়ুয়া। উদ্বোধনী বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর মোজাহেদুল ইসলাম চৌধুরী স্যার বলেন, “চট্টগ্রাম কলেজে দীর্ঘদিন ধরে একটি মানসম্মত পুকুরের প্রয়োজন অনুভূত হচ্ছিল। এই পুকুরটি খনন করা হলে শিক্ষার্থীদের দীর্ঘদিনের আশা-আকাঙ্ক্ষার বাস্তব প্রতিফলন ঘটবে। প্রাকৃতিক জীববৈচিত্র্য রক্ষার্থে এটি কেবল কলেজের সৌন্দর্যই বৃদ্ধি করবে না, বরং শিক্ষার্থীদের শারীরিক ব্যায়ামের অংশ হিসেবে সাঁতার শেখাতে ও বিভিন্ন সময় প্যারেড মাঠে অনুষ্ঠিত নামাজে জানাজায় উপস্থিত মুসল্লিদের অযু করার প্রয়োজন মেটাতেও উক্ত পুকুরটি অগ্রণী ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ।” অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. আরিফুর রহমান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর নাসির উদ্দিন আহমেদ, শিক্ষক পরিষদের সম্পাদক মুহাম্মদ জাহাঙ্গীর আলম, সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মুজিবুল হক, সোহরাওয়ার্দী হলের তত্ত্বাবধায়ক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এবং কলেজের প্রধান সহকারী গোলাম কিবরিয়া। পুকুর খনন কাজের সফলতা ও কলেজের সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চট্টগ্রাম কলেজ জামে মসজিদের সম্মানিত খতিব মাওলানা সেলিম জাহাঙ্গীর। উক্ত উদ্ভোধনীতে কলেজের হোস্টেলে অবস্থানরত বিভিন্ন শিক্ষার্থীবৃন্দ এবং কলেজের কর্মচারীরা উপস্থিত ছিলেন। শিক্ষার্থীরা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, কলেজ ক্যাম্পাসে একটি পুকুর তাদের দীর্ঘদিনের দাবি ছিল, যা আজ বাস্তবায়নের পথে।

/ news, notice

আরো সংবাদ দেখুন

 

বিভাগ সমূহ

সহ পাঠক্রমিক কার্যক্রম